১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সৌদি আরবে ইমাম হোসাইন মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ

কাতিফের ইমাম হোসাইন মসজিদটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। - ছবি : সংগৃহীত

সৌদি আরবের কাতিফের ইমাম হোসাইন মসজিদটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল-নিমর ইমামতি করতেন।

আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হোসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে।

সৌদি আরবীয় মানবাধিকার কর্মী আদেল আল-সাদ সংবাদমাধ্যমকে বলেছেন, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সব কিছু ধ্বংস করার মিশন হিসেবে এ মসজিদটি ধ্বংস করা হচ্ছে।

শেখ নিমর সৌদি রাজ পরিবারকে নিয়ে সমালোচনার দায়ে অভিযুক্ত ছিলেন। তাকে ২০১২ ও ২০১৪ সালে গ্রেফতার করা হয়। সৌদি বিশেষ ফৌজদারি আদালতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরো বলেন, সৌদি কর্তৃপক্ষ যাই করুক না কেন তাতে কিছু যায় আসে না, নিমরের স্মৃতি আমাদের মাঝে অমর হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ জানুয়ারি শেখ নিমরসহ ৪৭ বন্দীকে ফাঁসি দেয় সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো ও বিভিন্ন দেশের সরকার ওই ফাঁসির তীব্র সমালোচনা করেছিল।

শেখ নিমরের ফাঁসিতে ২০১৬ সালে আরবীয় উপদ্বীপে ব্যাপক বিক্ষোভ হয়।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন


আরো সংবাদ



premium cement