২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইয়েমেনে ভয়াবহতম দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসঙ্ঘের

- ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ভয়াবহতম দুর্ভিক্ষে পতিত হতে পারে।

গত শুক্রবার গুতেরেস বলেন, পাঁচ বছর ধরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে দেশটিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হলে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে।

ইয়েমেনের সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহায়তাপুষ্ট সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন আঞ্চলিক নীতি অনুসরণ করে ঘোরতর শত্রু তেহরানকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন হুতি বিদ্রোহীদের যখন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে তখন গুতেরেস ইয়েমেন সম্পর্কে এই সতর্কতা ব্যক্ত করেছেন।

সাহায্য সংস্থগুলো জানিয়েছে, এতে করে সাহায্য পাঠানো বিঘ্নিত হলে ইয়েমেনে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়বে।

মার্কিন যুক্তরাষ্ট্র যদি হুথি বিদ্রোহীদের সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করে, তবে অনেক দেশেরই তাদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হবে।

গুতেরেস বলেন,“আমরা মনে করি যে, কোনো একতরফা উদ্যোগ সম্ভবত ইতিবাচক হবে না।”


আরো সংবাদ



premium cement