২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভিসামুক্ত ভ্রমণের চুক্তি করল আমিরাত ও ইসরাইল

- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইল ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে পৌঁছেছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যারা ইসরাইলে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পেল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার দুপক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন। ইসরাইলের সঙ্গে আরো সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরাইল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন,‘আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে।’

এর আগে মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরাইলের উদ্দেশ্যে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা। আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। এ সময় তিনি জানান, দুই পক্ষ গতকাল চারটি চুক্তি সই করেছে যার মধ্যে একটি হচ্ছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ইসরাইল এবং আমিরাতের সংসদে তা অনুমোদিত হতে হবে। পার্সটুডে


আরো সংবাদ



premium cement