২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলেই নিষেধাজ্ঞা : পম্পেও

- সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, ইরানের কাছে অস্ত্র বিক্রয় করলে তাতে জাতিসঙ্ঘ প্রস্তাব লঙ্ঘিত হবে এবং নিষেধাজ্ঞা আরোপ হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে অস্ত্র বাণিজ্য সংক্রান্ত দীর্ঘদিনের জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে- তেহরান এ কথা জানানোর পর তিনি মন্তব্য করেছেন। খবর এএফপি’র।

পম্পেও এক বিবৃতিতে বলেন, ‘ইরানের কাছে বা ইরান থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো প্রচলিত অস্ত্র সরবরাহ, বিক্রয় বা হস্তান্তরে বাস্তবে অবদান রাখলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ কর্তপক্ষকে ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।’

তিনি আরো দাবি করেন,‘প্রতিটি দেশ যারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সমর্থক তাদের উচিত ইরানের সঙ্গে যেকোনো ধরণের অস্ত্র লেনদেন করা থেকে বিরত থাকা।’ বাসস


আরো সংবাদ



premium cement