২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নতুন শান্তি চুক্তি আরব-ইসরাইল সঙ্ঘাতের অবসান ঘটাতে পারে, দাবি নেতানিয়াহুর

- সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন শান্তি চুক্তি প্রচেষ্টার ফলে আরব-ইসরাইল সঙ্ঘাতের অবসানের সম্ভাবনা রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির প্রেক্ষাপটে এ কথা বলেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। শান্তির নতুন যুগের সূচনার ক্ষেত্রে এ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আরব বিশ্বের অন্যান্য দেশ পর্যায়ক্রমে এই শান্তির পথ অনুসরণ করবে এবং চূড়ান্তভাবে এটি আরব-ইসরাইল সঙ্ঘাতের অবসান ঘটাতে পারে।’

ওই সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ‘ফিলিস্তিনি ভূখন্ড দখল বন্ধে শান্তির পথ বেছে নেয়ার’ জন্য ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। বাসস


আরো সংবাদ



premium cement