২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইহুদি নারীরাও পরিধান করছে বোরকা!

ইহুদি নারীরাও পরিধান করছে বোরকা! - ছবি : সংগৃহীত

নিজেদের সম্মান ও মর্যাদাকে রক্ষা করতে বোরকা পরছেন বহু ইহুদি নারী। দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদেরকে পাপমুক্ত রাখতে ও সম্ভ্রম বাঁচাতে মুসলিম নারীদের মতো ইহুদিরাও বোরকা পরা শুরু করেছেন। এই খবর প্রকাশের পরই বিশ্বব্যাপী তা সাড়া ফেলেছে।

দ্য সেন্ট্রাম মিডিয়ার ইউটিউবে প্রকাশিত ভিডিয়োর তথ্যসূত্র অনুযায়ী, ইসরাইলসহ পৃথিবীর বেশ কিছু দেশের বেশ কিছু অঞ্চলে ইহুদি নারীদের বোরকা পরা অবস্থায় দেখা গেছে। কিন্তু হঠাৎ মুসলিমদের ধর্মীয় পোশাককেই কেন বেছে নিলেন ইহুদিরা? একজন ইহুদি নারী এই প্রশ্নের জবাবে জানান, নিজের সতীত্ব ও পবিত্রতা রক্ষায় তারা বোরকা পরছেন।

তিনি আরো জানান, বোরকা এমন এক পোশাক যা মুসলিম বিশ্বের বেশিরভাগ নারী পরিধান করেন এবং এই পোশাক তাদেরকে নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তার কথা ভেবেই বোরকা পরা শুরু করেছেন ইহুদিরা।
ইহুদিদের বোরকা পরার বিষয়টিকে কিভাবে দেখেছেন ইসলামি স্কলাররা? বলছেন, শুধু ইসলাম প্রদত্ত পোশাকই নয়, ইসলামের সব বিধানই মানুষের নিরাপত্তা ও অধিকারকে সুনিশ্চিত করেছে।

সূত্র : পূবের কলম


আরো সংবাদ



premium cement