১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

রাবা গণহত্যার ৭ বছর : বিচারের অপেক্ষা শুধুই অপেক্ষা

রাবা গণহত্যার বিচার পাওয়া এখনো সুদূরপরাহত - ছবি : সংগৃহীত

কায়রোর রাবা স্কয়ার গণহত্যার সপ্তম বার্ষিকী শুক্রবার। সাত বছর আগে এ দিনটিতে মিসরের ক্ষমতাচ্যুত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা সেখানে জমায়েত হয়েছিলেন প্রতিবাদ জানাতে। কিন্তু জোর করে ক্ষমতাহরণকারীরা সে প্রতিবাদ সমাবেশের ইতি ঘটেছিলেন মারাত্মক অভিযানে।

মুরসি ক্ষমতায় থাকতে পেরেছিলেন মাত্র এক বছর। তার ক্ষমতাচ্যুতির সাত দিন পর ১৪ আগস্ট এ ঘটনা ঘটে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, সেদিন মিসরীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অন্তত ৮১৭ জন বিক্ষোভকারী। এ ঘটনাকে ‘পরিকল্পিত’ ও আধুনিক ইতিহাসে এক দিনে ‘বিশ্বের বৃহত্তম’ হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। বিরোধীরা বলছেন, মৃতের এ সংখ্যা প্রায় ২ হাজার।

মানবাধিকার গ্রুপগুলো, সমর্থক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ ঘটনার বিচার চাইলেও এ ব্যাপারে কোনোই উদ্যোগ নেই। তবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পর থেকে ক্ষমতাহরণকারীরা যেকোনো বিক্ষোভকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করায় এ বিচার পাওয়া সুদূরপরাহত।

তৎকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা আব্দেল ফাত্তাহ সিসি ২০১৪ সালের ১৪ আগস্ট এক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করেন।

সে বছর এক বিবৃতিতে সিসি বলেছিলেন, বিক্ষোভের বিষয়টি সরকার আগেই বুঝতে পেরেছিল। তাই তারা এর জন্য ‘প্রস্তুত ছিল’। এবং এ জন্য পরিকল্পিতভাবেই বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে।

অন্য এক বিবৃতিতে ২০১৮ সালে সিসিট বলেছিলেন, রাবা ও আল-নাহদা স্কয়ারের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের জন্যই করা হয়েছিল এবং বিক্ষোভকারীরা মৃতের সংখ্যা নিয়ে ‘মিথ্যা বলছে’।

সে বছরই মিসরীয় পার্লামেন্ট একটি আইন পাস করে, যেখানে বলা হয়েছে ২০১৩ সালের ৩ জুলাই থেকে ২০১৪ সালের ৮ জুন পর্যন্ত সংঘটিত যেকোনো অপরাধের বিচার থেকে সেনা কমান্ডাররা অব্যাহিত পাবেন।

এই উদ্যোগ বর্তমান শাসকরা বিক্ষোভকারীদের হত্যার দায়ে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিচার করবে সে আশাকে হত্যা করেছে।

তারপরও ক্ষুদ্র আশা নিয়েই চাওয়া হচ্ছে এর বিচার।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement
ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার

সকল