১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গাজায় নতুন করে বিমান হামলা ইসরাইলের

ইসরাইলি হামলা - ছবি : পার্সটুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

ইসরাইলি বাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরাইলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। ইসরাইলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল।

রোববার রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। সেদিন বিকেলে ইসরাইলের সেনারা দেইর আল-বালা শহরে ওই হামলা চালায়।

ইসরাইলি সেনারা দাবি করেছে হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরাইলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement