১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
বৈরুত বিস্ফোরণ

বিয়ের সাজে ফটোশুট চলছিল, বিস্ফোরণ হতেই সেই অবস্থায় ছুটলেন কনে(ভিডিও)

- ছবি : সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে গেল লেবাননের রাজধানী বৈরুত। সেই মুহূর্তের কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে।

কোথাও দেখা যাচ্ছে সুন্দরী এক নারী বিয়ের সাজে ছবির জন্য পোজ দিচ্ছিলেন, এমন সময়ে কেঁপে উঠল সবকিছু। ক্যামেরা নড়েচড়ে গেল। লম্বা সাদা পোশাক পরেই কনেকে ছুটে পালাতে দেখা গেল।

ভিডিও দেখতে ক্লিক করুন

কোথাও বা এক মহিলা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন। বারান্দার পাশে ছোট্ট একটি মেয়ে বসেছিল। আচমকাই বারান্দায় বিশাল ঝাঁকুনি। উড়ে গেল সবকিছু। মেয়েটিকে কোলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকে গেলেন সেই নারী।

 ভিডিও দেখতে ক্লিক করুন।

আরেকটি ভিডিও দেখা যাচ্ছে, এক বাবা তার ছোট্ট ছেলেকে কীভাবে বাঁচাবেন বুঝতে পারছেন না। ছেলে ভয় পেয়ে গিয়েছে। ঘরের মধ্যে সন্তানকে কোলে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরছেন। শেষমেশ টেবিলের তলায় ঢুকিয়ে দেয় তাকে।

 ভিডিও দেখতে ক্লিক করুন।

প্রথম ভিডিওটির ভিউজ ইতোমধ্যেই ২.‌৬ মিলিয়ন ছাড়িয়েছে। আর দ্বিতীয়টি ৫৪৬.৪ হাজার। ৩৮৩.৭ হাজার মানুষ দেখেছে ভিডিওটি। সারা বিশ্বের মানুষ ভিডিওগুলো দেখে আতঙ্কিত।

এর সঙ্গে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের কিছু ভয়াবহ ভিডিও। ভিডিওর শেষে দেখা যাচ্ছে, যারা ভিডিও করছিলেন, তাদের হাত থেকে ফোন ছিটকে যায়। আশেপাশে সবকিছু ভেঙে টুকরো হয়ে হাওয়ায় উড়তে থাকে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় সময় সন্ধ্যায় বৈরুতের বন্দরে পর পর দু’‌টি বিস্ফোরণ হয়। এতটাই তীব্র ছিল সে দু’‌টি বিস্ফোরণ, যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপেও তা শোনা গিয়েছে। সেখানকার লোকজন ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। ভগ্নস্তূপে পরিণত গোটা বৈরুত। আশপাশের ঘরবাড়ি ভেঙে যায়। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০০। আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, বৈরুত বন্দরের একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা ছিল। তার জেরেই দুর্ঘটনা।

দিয়াবের কথায়, ‘‌এটা কিছুতেই মানা যায় না, যে ছয়‌ বছর ধরে একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা রয়েছে। কোনো সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ আজকাল


আরো সংবাদ



premium cement
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

সকল