২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘আমাদের সেনাবাহিনী এখন গোটা বিশ্বের আদর্শ’

‘আমাদের সেনাবাহিনী এখন গোটা বিশ্বের আদর্শ’ - সংগৃহীত

সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে এখন গোটা বিশ্বের আদর্শে পরিণত হয়েছে। এ কথা বলেছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আইয়ুব।

তিনি জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে এক ভাষণে আরও বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় সেনাবাহিনী ব্যাপক সাফল্য দেখিয়েছে। সন্ত্রাসবাদীদের পক্ষে বড় বড় শক্তির সমর্থন ও সহযোগিতা সত্ত্বেও সামরিক বাহিনী তাদের সব কর্মসূচিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার গোয়েন্দাদের গোপন কর্মসূচির অংশ হিসেবে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করে সিরিয়ায় পাঠানো হয়। অন্তত ৮০টি দেশ থেকে সন্ত্রাসী ঢোকানো হয়েছে সিরিয়ায়।

সিরিয়ার সরকারি বাহিনী বিভিন্ন পক্ষের সহযোগিতায় এ পর্যন্ত দেশের অন্তত ৯০ শতাংশ ভূখণ্ড থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হয়েছে। সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement