১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মিসরে জাতীয় পতাকায় অগ্নিসংযোগে ক্ষুব্ধ কুয়েত সরকার

মিসরের জাতীয় পতাকা - ছবি : সংগৃহীত

কুয়েতে মিসরের এক নাগরিককে মারধরের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

মিসরীয় নাগরিককে বেদম প্রহারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর মিসরে কুয়েত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভকারীরা কুয়েতি পতাকায় আগুন দিয়েছে। একইসাথে কুয়েতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছে। প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।

মিসরীয় জনগণের এ ধরণের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে কুয়েত সরকার। মিসরে অবস্থিত কুয়েতি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মিসরে যা ঘটেছে তা কুয়েতের সরকার ও জনগণের জন্য অত্যন্ত কষ্টকর। এ ধরণের অপমানকর পদক্ষেপ কুয়েতি জনগণের হৃদয়ে আঘাত হেনেছে।

কুয়েতি দূতাবাস সতর্ক করে আরো বলেছে, কুয়েতের জাতীয় পতাকা ও ব্যক্তিত্বদের অবমাননা অব্যাহত থাকলে তা দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। মিসর সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে কুয়েতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মিসরের বহু নাগরিক কুয়েতে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement