২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

নাবলুসের একটি মসজিদে নামাজ পড়ছেন স্থানীয় এক বাসিন্দা - ছবি : এএফপি

ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে রাত্রিকালীন ও ছুটির দিনগুলোতে কারফিউ জারি করেছে। রাত আটটা থেকে ভোর ৬টা পর্যন্ত এটা বলবৎ থাকবে। সেই সাথে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত তা কার্যকর থাকবে।

বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে রোববার আগামী ১৪ দিনের জন্য এ ঘোষণা দেয়া হয়।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, কারফিউর পাশাপাশি প্রধান প্রধান শহর রামাল্লাহ, হেবরন, নাবলুস ও বেথেলহেম বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে দুই সপ্তাহ।

শুধু ওষুধের দোকান ও বেকারিগুলো খোলা থাকতে পারবে।

রোববার দেয়া ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সেখানে ৬ হাজার ১৫০ জন করোনায় নিশ্চিত আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৩ জন।

মার্চের শুরুর দিকে সেখানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনির বসবাস। অপরদিকে দখলকৃত জায়গায় বসতি স্থাপন করে আছে সাড়ে চার লাখের মতো ইসরাইলি।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement