২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ার থেকে তেল চুরি করছে মার্কিন সেনারা

- ছবি : সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেলক্ষেত্রগুলো থেকে অপরিশোধিত তেল চুরি করছে মার্কিন সেনারা।

যখন আমেরিকা সিরিয়ার তেল এবং গ্যাস সম্পদ দখল করার জন্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রচণ্ড রকমের প্রতিযোগিতায় নেমেছে তখন সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র সানাকে জানিয়েছে, মার্কিন সেনারা পঞ্চাশটি ট্যাংকার নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আল-ইয়ারুবা ক্রসিং পয়েন্ট দিয়ে হাসাকা প্রদেশের প্রবেশ করে এবং ট্যাংকারগুলো ভরে আবার ইরাকি ভূখণ্ডের দিকে চলে যায়।

এদিকে, হাসাকা প্রদেশের কামিশলি শহরের আল-কুসাইর এলাকায় সিরিয়ার বহু সংখ্যক মানুষ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সিরিয়ার ভূখণ্ডে মার্কিন এবং তুর্কি সেনা মোতায়েনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। আমেরিকা সম্প্রতি সিরিয়ার বিরুদ্ধে যে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

কথিত সিজার অ্যাক্ট্রের আওতায় গত ১৭ জুন আমেরিকা এই নিষেধাজ্ঞা আরোপ করে। বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পোড়ান এবং অবিলম্বে সিরিয়ার মাটি থেকে বিদেশি সমস্ত সেনা প্রত্যাহারের আহ্বান জানান। পার্সটুডে


আরো সংবাদ



premium cement