২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
করোনাভাইরাস

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রান্ত বাড়ছে

- ছবি : সংগৃহীত

কারফিউ তুলে নেয়ার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ ইরানে একদিনে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে৷

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে৷ গত মাসে কারফিউ তুলে নেয়ার পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করে৷ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা ছিল চার হাজার ১০০ জন, মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৯২৯ জন৷ মারা গেছে এক হাজার ৮৫৮ জন৷

সৌদির প্রতিবেশি আরব আমিরাতে শনিবার রোগীর সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে৷ তবে সেই তুলনায় মৃত্যু হার কম, ৩২১ জন৷ সম্প্রতি এই দেশটিও কারফিউ তুলে নিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলগুলো খুলে দেয়া হয়েছে৷

ইরানে ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু ঘটেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ৷ দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার ৪৩৮ জন, মারা গেছেন ১১ হাজার ৫৭১ জন৷

উপসাগরীয় দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে সংক্রমণের হার সবচেয়ে বেশি কাতারে৷ সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি, মারা গেছেন ১২১ জন৷ ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement