১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পারস্য উপসাগরে মার্কিন তৎপরতা পর্যবেক্ষণ করছে ইরান

পারস্য উপসাগরে মার্কিন তৎপরতা পর্যবেক্ষণ করছে ইরান - সংগৃহিত

পারস্য উপসাগরে মার্কিন সেনাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার আব্বাস গোলামশাহি। যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আব্বাস গোলামশাহি বলেন, বর্তমানে পারস্য উপসাগরে মার্কিনীরা খুব ভালো অবস্থায় নেই। তারা এখন চাইলেই কোন অঘটন ঘটাতে পারবে না।

৩২ বছর আগে পারস্য উপসাগরের আকাশে ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংসের কথা স্মরণ করে তিনি বলেন, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন তারা এ ধরণের ঘটনার জন্ম দেবে না। আইআরজিসি এই কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পারস্য উপসাগরে অনেক বেশি শক্তিশালী এবং মার্কিনীরা এখন এ ধরণের অপরাধের পরিণতির কথা ভালো করেই জানে।

আব্বাস গোলামশাহি আরো বলেন, আমরা ইরানি জাতিকে এটা বলতে চাই শহীদেরা আমাদের গর্ব এবং সবসময় তাদের আত্মত্যাগের কথা আমাদের মাথায় রয়েছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং আমরা সব সময় শহীদদের পথ অনুসরণ করছি। আমরা কখনও এই পথ থেকে সরে যাব না। সূত্র: পার্সটুডে


আরো সংবাদ



premium cement