২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাপলুকাণ্ডে কুয়েতি মেজর জেনারেল বরখাস্ত

পাপলুকাণ্ডে কুয়েতি সেনা কর্মকর্তা বরখাস্ত
পাপলুকাণ্ডে কুয়েতি সেনা কর্মকর্তা বরখাস্ত - ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম পাপলুর সাথে মানব পাচার ও ভিসা জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে কুয়েতের একজন মেজর জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত আদেশ জারি করেন বলে জানিয়েছে আরব টাইমস।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অবৈধ ভিসা ব্যবসায়ের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, কুয়েত মানব পাচার ও অবৈধ ভিসা কারবারির জন্য শাস্তির মাত্রা আরো বাড়ানোর পরিকল্পনা করছে।

ইতোমধ্যেই বেশ কয়েকজন সাবেক ও বর্তমান এমপি এবং দেশটির সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানায় কুয়েতি সংবাদ মাধ্যমগুলো।

কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ জুন সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে আটক হন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জুন ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement