১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কারফিউর মাঝে ঈদ পালন করছে সৌদি আরব

কারফিউর মাঝে ঈদ পালন করছে সৌদি আরব - ছবি : সংগৃহীত

ঈদ-উল-ফিতরের মাঝেই গোটা দেশজুড়ে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি রয়েছে সৌদি আরবে, জানালো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

রমজান মাসেরশেষে ২২ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই কারফিউ৷ ১৩ মে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল এই তথ্য৷ উদযাপনে করোনা সংক্রমণ যাতে না বাড়ে, তা নির্দিষ্ট করতেই এমন পদক্ষেপ৷

কারফিউর নির্দেশনা কেউ ভঙ্গ করলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আরব নিউজ৷

২২ মের আগে রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক চলাফেরায় কোনো নিষেধাজ্ঞা ছিল না৷ শুধু মক্কায় কড়া কারফিউ জারি ছিল, জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা এসপিএ৷

তবে রমজানের আগে দিনব্যাপী কারফিউ জারি করা হয়েছিল সৌদি আরবে৷ পরে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়৷ করোনা ভাইরাসে আক্রান্ত অঞ্চলগুলির জন্য জারি রাখা হয় বিধিনিষেধ৷

শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৭১৯ জন৷ প্রাণ হারিয়েছেন ৩৬৪ জন৷ জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা-আক্রান্ত রয়েছেন৷


আরো সংবাদ



premium cement