২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিরিয়ায় ট্যাংকার বোমা বিস্ফোরণে নিহত ৪০

সিরিয়ায় ট্যাংকার বোমা বিস্ফোরণে নিহত ৪০। - ছবি : এএফপি

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় জ্বালানি তেলের ট্যাংকার বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

টুইটারে মন্ত্রণালয়টি জানিয়েছে, আফরিনের জনবহুল রাস্তায় মঙ্গলবারের এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৭ জন।

তাৎক্ষণিক এ ঘটনার কেউ দায় স্বীকার না করলেও কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) এ ঘটনার জন্য দায়ী করছে তুরস্ক।

আঙ্কারা অভিযোগ করেছে, ওয়াইপিজি সন্ত্রাসী কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সহযোগিতা করছে। পিকেকে ১৯৪৮ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। পিকেকে-কে আঙ্কারাসহ অনেক পশ্চিমা দেশ সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে।

সিরিয়ান সামাজিক কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ পুড়ে মারা গেছেন। অনেকে তাদের গাড়ির মধ্যেই পুড়েছেন।

বিস্ফোরণে অনেকগুলো গাড়ি ও দোকানে আগুন ধরে যায়।

এ ঘটনার মৃত্যুর সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্ক ও মিত্র সিরিয়ান বিদ্রোহী যোদ্ধারা ২০১৮ সালে এক সামরিক অভিযান চালিয়ে অঞ্চলটি দখলে নিয়ে নেয়।

তুরস্ক সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সমর্থন করলেও মিত্র রাশিয়ার সাথে অঞ্চলটিতে যুদ্ধবিরতি দেখভাল ও নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

দেখুন:

আরো সংবাদ



premium cement