২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনার মধ্যেও ইরান-যুক্তরাষ্ট্র আরেক যুদ্ধ

করোনার মধ্যেও ইরান-যুক্তরাষ্ট্র আরেক যুদ্ধ - সংগৃহীত

দুই দেশই এখন করোনাভাইরাসের কবলে পড়ে বিপর্যস্ত৷ এ পরিস্থিতিতেও আবার কথার লড়াইয়ে নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র৷

গত ছয় মাসে ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ও স্থাপনায় বেশ কয়েকবার হামলা হয়েছে৷ হামলাগুলোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র৷ সাম্প্রতিক হামলার জন্য মধ্যপ্রাচ্যের দেশটিকে দায়ী করায় দু'দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই৷

হামলার সঙ্গে ইরানের পরোক্ষভাবেও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন সে দেশের সেনাবাহিনী প্রধান৷ তারপর ইরাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্র৷ ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানো হচ্ছে৷ এর পরিণামের জন্য প্রস্তুত থাকতে বলে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিও জানিয়েছিল ইরান৷

তারপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকে মার্কিন সেনা ঘাঁটি বা কোনো স্থাপনার উপর ইরান বা ইরানের কোনো 'প্রক্সি : হামলা চালানোর পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন৷ পাশাপাশি হামলা হলে ইরানকে 'চড়া মূল্য 'দিতে হবে বলেও হুঁশিয়ার করে দেন ট্রাম্প৷

টুইটারে এর জবাব দিয়েছেন মোহাম্মদ জাভেদ জারিফ৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‘বরাবরের যুদ্ধবাজের কথায় আবার বিভ্রান্ত হবেন না৷ ইরান কখনো যুদ্ধ শুরু করে না, কেউ তা করলে তাকে শিক্ষা দিয়ে দেয়৷’’

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, ইরানে মারা গেছেন তিন হাজারেরও বেশি মানুষ৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল