২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কারফিউ অমান্য করে চুল কাটাতে চাওয়ায় আটক সৌদি নাগরিক

- প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপ করা বিধিনিষেধ অমান্য করে নাপিতকে বাসায় নিয়ে আসায় সৌদি আরবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি পুলিশের হাতে আটককৃত ওই ব্যক্তির নাম আল আসেম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর বরাত দিয়ে ঘটনাটি হণমাধ্যমে প্রকাশিত হয়। কোভিড-১৯ মোকাবেলায় সৌদি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেলুন বন্ধ রাখার ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে সেলুনের বিষয়টি সৌদি পুলিশের সামনে আসে। সৌদি পাবলিক প্রসিকিউটর আগেই এ ব্যাপারে সতর্কতা হুশিয়ার দিয়েছে। কারফিউ লঙ্ঘন হয় এমন কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

টুইটারে এক বার্তায় সৌদি আরবের আইনী ব্যুরো জানায়, তথ্য অপরাধ দমন ও প্রতিরোধ আইনের অনুচ্ছেদ ৬ অনুসারে এই বিষয়ে অভিযুক্ত অপরাধীদের শাস্তি দেয়া হবে। যা পাচ বছরের কারাদণ্ড ও ৭ লাখ ৯৬ হাজার ৮৮০ ডলার পর্যন্ত হতে পারে।

এতে আরো বলা হয়, তথ্য প্রদানকারীদের জিজ্ঞাসাবাদ ছাড়াই আইন অমান্যকারীদের শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা এক হাজার ৫৬৩ ও মৃতের সংখ্যা ১০ জন। সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement