২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রিয়াদে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করলো সৌদি

- ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণ অঞ্চলের শহর জিজানে চালানো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক বিবৃতিতে তুর্কি আল-মালকি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৩৩ মিনিটের দিকে মিসাইলগুলো ধ্বংস করা হয়েছিল।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এ হামলার দোষারোপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

আল-মালকি বলেন, রিয়াদ ও জিজানের কিছু আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় পতিত হওয়ায় দুই নাগরিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রিয়াদের বাসিন্দারা জানান, শনিবার গভীর রাতে কমপক্ষে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

সৌদি মালিকানাধীন আল-আরবিয়া টেলিভিশন জানায়, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়।

ইয়েমেনের যুদ্ধরত ইরানপন্থী হুতি গ্রুপ সৌদি আরবের অভ্যন্তরে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া বেশ কয়েকবার রাজধানী রিয়াদেও হামলা চালিয়েছে হুতিরা।

রিয়াদ শহরটি ইয়েমেনের সীমানা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) উত্তরে। রাজধানী শহর রিয়াদে সর্বশেষ ২০১৮ সালের জুনে আক্রমণের চেষ্টা করা হয়েছিল।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement