২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গাজায় করোনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের নতুন যুদ্ধ

- সংগৃহীত

যুগের পর যুগ ধরে দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসা ফিলিস্তিনের গাজা এলাকার মানুষ এবার যুদ্ধ শুরু করেছেন অদৃশ্য শত্রু মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে। প্রাণঘাতী এ ভাইরাসটি বর্তমানে ১৯৮টি দেশ ও অঞ্চলে বিস্তার লাভ করেছে। ফিলিস্তিনেও এটি ছড়িয়ে পড়ছে।

গাজা উপত্যাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তিন তরুণ শিল্পী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক তৈরি করতে উঠেপড়ে লেগেছেন। গাজাবাসীকে মাস্ক ব্যবহারে উৎসাহী করতে তারা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। তরুণ ও শিশুরা যাতে প্রাণঘাতী ভাইরাস ঠেকাতে মাস্ক ব্যবহার করে এ জন্য এগুলো রাঙিয়ে তুলছেন রঙ-তুলির আঁচড়ে।

গাজার পূর্বাঞ্চলীয় শহর আল-শুজায়েয়ায় ছোট একটি কক্ষে এ শৈল্পিক কাজ করে যাচ্ছেন ফিলিস্তিনি তরুণ ডুরঘাম কুরাইক (২৩) ও তার দুই বন্ধু সামাহ সাদ এবং তামির দিবো। প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেডিক্যাল মাস্কে চিত্রকর্ম করছেন ওই তিন বন্ধু মিলে। পরে এগুলো বিনামূল্যে শিশুসহ এলাকাবাসীর মধ্যে বিতরণ করছেন তারা। ডুরঘাম কুরাইক বলেন, মহামারী ঠেকাতে এটা আমাদের সামাজিক আন্দোলন। এ প্রাণঘাতী সংক্রামক ব্যাধি যাতে আমাদের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে এ জন্য মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতেই আমাদের এ প্রচেষ্টা। সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement