২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমিরাতে করোনায় প্রথম মৃত্যু

আমিরাতে করোনায় প্রথম মৃত্যু - সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যটি নিশ্চিত করেছে। দেশটিতে করোনাভাইরাসে এটি প্রথম মৃত্যু।

শুক্রবার রাতের ব্রিফিংয়ে করোনভাইরাস ‘কোভিড -১৯’ দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলা হয়। মৃত রোগীদের মধ্যে একজন হলেন ৭৮ বছর বয়সী আরব দেশের নাগরিক। তিনি ইউরোপ থেকে এসেছিলেন। তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগে আক্রান্ত হওয়া। পরে তিনি করোনাভাইরাসে সংক্রমণের শিকার হয়েছিলেন বলে জানানো হয়েছে।

মৃত অন্য ব্যাক্তি ৫৮ বছর বয়সী এশিয়ান নাগরিক। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং কিডনি জনিত রোগে ভুগছিলেন।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। এখন পর্যন্ত আমিরাতে করোনায় ১৪০ জন আক্রান্তের মধ্যে দু'জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।


আরো সংবাদ



premium cement