২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করছে সৌদি

বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করছে সৌদি - ছবি : সংগৃহীত

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি করোনাভাইরাস। এ পর্যন্ত এতে ৮ হাজার ৯শ’ ৯৭ জন মারা গেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৬৮ জন। বাংলাদেশেও হানা দিয়েছে এ ভাইরাসটি। এ পর্যন্ত ১৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১ জন মারা গেছেন।

এ ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এজন্য ডাক্তাররা বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

করোনাভাইরাসের প্রদুর্ভাব কমাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিনামূল্যে সাধারণ মানুষের মধ্য স্যাটিটাইজার বিতরণ করা হচ্ছে।

শহরটির ২৫টি স্থানে রিয়াদ মিউনিসিপালিটি এটি ড্রিইভারদের মধ্যে বিতরণ করছেন। বুধবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে মিউনিসিপালিটি কর্তৃপক্ষ।

টুইট বার্তায় মিউনিসিপালিটি কর্তৃপক্ষ লিখেছে, দ্বিতীয় দিনের মতো রিয়াদ মিউনিসিপালিটি স্যানিটাইজার উৎপাদনের মাত্রা বাড়িয়েছে, যাতে আরো বেশি মানুষের কাছে শহরের ২৫টি স্থানে এটি বিতরণ করতে পারা যায়। এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গতকাল দেশটিতে নতুন করে ৬৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র : আল আরাবিয়া


আরো সংবাদ



premium cement