২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানবিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে রাশিয়ার আহ্বান

- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেশগুলোও ট্রাম্পের এ পদক্ষেপকে মেনে নিতে পারেনি। চীনের পর এবার রাশিয়াও করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহায়তার জন্য দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইরান কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং এ জন্য মস্কো খুবই উদ্বিগ্ন।’ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে আরো বলেছে, ‘মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে ইরানে করোনাভাইরাস মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির অন্যান্য কর্মকর্তা সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতা করার দাবি করেছেন। তারা এও দাবি করেছেন, করোনা মোকাবেলায় ইরানকে সহযোগিতার অংশ হিসেবে দেশটির ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় ইরান বিদেশ থেকে কোনো চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারছে না। ইরানের পণ্য আমদানিকারক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ফলে অন্যান্য জরুরি পণ্যসামগ্রী তো দূরের কথা, ওষুধও আমদানি করতে পারছে না। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় ইরানের নিজস্ব সামর্থ্য থাকলেও মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ইরানকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের এ অমানবিক নীতির কারণে চীন ও রাশিয়া ছাড়াও পরমাণু সমঝোতায় সইকারী অন্যান্য দেশও প্রতিক্রিয়া দেখিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিং শাংগ এক টুইটবার্তায় করোনাভাইরাস মোকাবেলার জন্য তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সব মানবীয় মূল্যবোধের খেলাপ এবং এতে করে করোনা মোকাবেলায় ইরানকে সহায়তার জন্য জাতিসঙ্ঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে। সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল