২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কিছু দেশকে অন-অ্যারাইভাল ভিসা দেবে দুবাই

কিছু দেশকে অন-অ্যারাইভাল ভিসা দেবে দুবাই - ছবি : সংগৃহীত

কিছু দেশের যাত্রীদের অন-অ্যারাইভাল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুবাই। রোববার আমিরাত বিমান সংস্থার একটি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই স্বাস্থ্য বিভাগের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আমরা বিমানবন্দরের পরিবেশ শতভাগ নিরাপদ করতে সচেষ্ট হয়েছি। স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিচ্ছন্নতার মান ঠিক রাখতে দুবাই বিমানবন্দর কঠোর নীতি গ্রহণ করেছে।

তবে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রাহকদের ভ্রমণের আগে তাদের বিমান সংস্থার সাথে প্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১৭ মার্চ থেকে সব দেশের অন-অ্যারাইভাল ভিসা সাময়িক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। তবে কূটনীতিক এবং ১৭ মার্চের আগে যারা ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

এছাড়াও কিছু দেশের ক্ষেত্রে এই নিষধাজ্ঞা কার্যকর হবে না। নিচে সেই দেশগুলোর নাম দেয়া হলো :-

অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রুনাই, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি (কেবল রোম থেকে), জাপান, লাটভিয়া, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মালয়েশিয়া, মাল্টা, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সান মেরিনো, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ভ্যাটিকান, যুক্তরাজ্য এবং  যুক্তরাষ্ট্র।


আরো সংবাদ



premium cement