২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের বহিষ্কারের উৎসব পালন হবে দামেস্কে’

- ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে ইরানিরা সেদেশে গেছেন।

তিনি আরো বলেছেন, সিরিয়ায় ইরানের দায়িত্ব শেষ হওয়ার আগেই এই অঞ্চলের মুসলমানেরা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কারের উৎসব দামেস্কে উদযাপন করবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নিজের টুইটার পেজে তিনি এসব মন্তব্য করেন।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতেই ইসলামের শত্রুরা সেখানকার বৈধ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। সিরিয়ার বাশার আসাদ সরকার প্রথম থেকেই ইসরাইল বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় সন্ত্রাসীদের কবল থেকে অধিকাংশ ভূখণ্ড মুক্ত করতে সক্ষম হয়েছে। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement