২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যে কারণে ইরাক গিয়েছিলেন জেনারেল সোলাইমানি

নিহত কাসেম সোলাইমানি - ছবি : এএফপি

ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি জানিয়েছেন, সৌদি আরবকে একটি বার্তা দেয়ার জন্য সিরিয়া থেকে ইরাকে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মাসজেদি মঙ্গলবার বলেন, জেনারেল কাসেম সোলাইমানি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই, শান্তি প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কিছু বার্তা হস্তান্তর করার জন্য ইরাক সফরে গিয়েছিলেন। এ বার্তা সৌদি আরবের কাছে পৌঁছানোর কথা ছিল।

ইরানের এ কূটনীতিক তেহরান এবং রিয়াদের মধ্যকার বিভিন্ন সংকট সমাধানের ক্ষেত্রে ইরাকের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইরান খুবই আগ্রহী এবং এ ব্যাপারে ইরাক অথবা যেকোনো দেশের প্রচেষ্টাকে তেহরান স্বাগত জানায়।

ইরাকের বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরাজ মাসজেদি বলেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি ইরান। কারণ ইরাকের মাটি থেকেই আমেরিকা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল।

তিনি বলেন, এ ধরনের হামলা এবং হত্যাকাণ্ড বন্ধের জন্য এ অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা উচিত। এসব ঘাঁটি থাকলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করতেই থাকবে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement