২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার

ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়েছে - ছবি : সংগৃহীত

ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকাইয়ারকে গ্রেফতার করেছে ইরান। তবে তাকে আটক করা হয়েছে নাপিতের দোকান থেকে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মেকাইয়ার সেখানে চুল কাটানোর উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

খবরে বলা হয়েছে, নাপিতের দোকানে যাওয়ার আগে ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আয়োজিত সমাবেশে যোগ দেন। পরবর্তীতে সমাবেশটি প্রতিবাদী রূপ নিলে বিশৃংখলা সৃষ্টি হয়। ইরানের দাবি, ব্রিটিশ রাষ্ট্রদূত সমাবেশে গিয়ে উস্কানী দিলে জনগণ প্রতিবাদী হয়ে ওঠে।

এদিকে, রাষ্ট্রদূতকে গ্রেফতারের বিষয়টি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান আমাদের রাষ্ট্রদূতকে কোনো যুক্তি এবং ব্যাখ্যা ছাড়া গ্রেফতার করেছে।

তেহরানভিত্তিক ‘তাসনিম’ নামক সংবাদ সংস্থা রাষ্ট্রদূতকে গ্রেফতারের সংবাদ প্রকাশ করলে ইরানের ‘ইতেমাদ’ সংবাদ মাধ্যম ব্রিটিশ রাষ্টদূতের ছবি পোস্ট করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে ইরানের জন্য দুটি দিক উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের সরকার উভয় সংকট মুহূর্ত অতিক্রম করছে। ইরান আইন লঙ্ঘন করলে দেশটির প্রতি চাপানো রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো জোরদার হতে পারে অথবা দেশটি সমস্যাগুলো কূটনৈতিকভাবে মোকাবেলা করলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

বিমান বিধ্বস্তের ঘটনার শুরুতেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের প্রশাসন গুরুত্বপূর্ণ অবস্থা পার করছে এবং এই মর্মান্তিক ঘটনার ঘটনার তদন্ত দাবি করেন তিনি।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’

সকল