১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরাকের শিয়া নেতার

-

বিক্ষোভের মুখে ইরাকের প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদি পদত্যাগের ঘোষণা দিলেও দেশটির শিয়া নেতা মুক্তাদা আল সদর তার অনুসারীদের রাজপথে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। আনাদোলু বার্তা সংস্থার বরাত দিয়ে, মিডল ইস্ট মনিটারের খবরে বলা হয়েছে, সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে আল সদর বিক্ষোভ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা ও দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ৪০৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ হাজারের বেশি।

বিক্ষোভকারীদের ভবিষ্যৎ সরকারে নেতৃত্ব দেওয়ার জন্য একজন প্রার্থীর পক্ষে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের সাইরুন ব্লকের নেতা আল সদর। তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী কিছুতেই জাতিগত ভিত্তিতে ক্যাবিনেট গঠন করতে পারবেন না।


আরো সংবাদ



premium cement