ইসরাইলে নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ অক্টোবর ২০২৪, ২১:৩১
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) মার্কিন দূতাবাসের জারি করা এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়েছে।
বিবৃতি বলা হয়েছে, ইসরাইলে নিযুক্ত মার্কিন সরকারি কর্মকর্তারা যেন পরিবারসহ নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নির্দেশ পালন করতে হবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত পেয়েছে যে ইরান ইসরাইলের বিরুদ্ধে দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই ইঙ্গিত পাওয়ার পর নিরাপত্তা সতর্কতা এলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার আব্বাস নীলফরৌশানের হত্যার প্রতিশোধ নিতে ওই হামলা চালাবে দেশটি।
তিনি আরো বলেন, আমরা সক্রিয়ভাবে এই হামলার বিরুদ্ধে ইসরাইলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি। তবে ইসরাইলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।
সূত্র : আল জাজিরা