২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
চি ঠি প ত্র

নিভে যাচ্ছে মেধাবী জীবন

-

পারিবারিক সঙ্কট, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যা নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ নিয়মিত স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিচ্ছে। গত বছর ২০২১ সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬২ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের চারজন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ এবং ৩৬ জন নারী শিক্ষার্থী।
আত্মহত্যার কারণগুলো যতটা বোঝা যাচ্ছে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর প্রয়োজনীয় শিক্ষার সুযোগ অপর্যাপ্ত বিধায়, তাদের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তারা সেটি সামলাতে পারেন না। প্রেমে বিচ্ছেদ হলে তারা যেমন ভেঙে পড়েন, তেমনি পরীক্ষায় খারাপ ফলাফলও তাদেরকে আশাহত করে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, ভালো-মন্দ যাই ঘটুক না কেন, সেটি জীবনেরই অংশ এবং আত্মবিশ্বাস না হারিয়ে ধৈর্যশীল হতে হবে। শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাগুলো আমাদের চোখে আঙুুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, এখনই উদ্যোগ নিতে না পারলে পরবর্তীতে আমাদের অনুশোচনা করতে হবে। তাই আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবতে হবে। তাদের জন্য আমরা কি সুশিক্ষা রেখে যাচ্ছি।
মাজহারুল ইসলাম শামীম,
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ


আরো সংবাদ



premium cement