২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য নেপথ্যে যত্রতত্র ইটভাটা

-

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি। হাজারো ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ আমাদের প্রিয় মাতৃভূমি একসময় পাখিদের কিচিরমিচির শব্দ, নদীর কলকল ধ্বনিতে মুখরিত থাকত। অপরূপ এ দেশটিতে একসময় নদীর সংখ্যা ছিল এক হাজার ৩০০। কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে গেছে অনেক পরিচিত নদী। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে প্রিয় মাতৃভূমি। অপ্রিয় হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছর পদার্পণে আমরা কেড়ে নিয়েছি জীবজন্তুদের স্বাধীনতা। দেশে আশঙ্কাজনক হারে কমছে জীববৈচিত্র্য। এর মধ্যে অন্যতম প্রধান কারণ যত্রতত্র ইটভাটা স্থাপন, যা ক্রমান্বয়ে আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। ইটভাটা স্থাপনে যদি লাগাম টেনে ধরা না হয় তাহলে অচিরেই হয়তো আমাদের দেশ মরুতে রূপান্তরিত হয়ে যাবে। সারা দেশে নির্বিঘ্নে চলছে পরিবেশবিধ্বংসী সাত হাজার ৯০২টি ইটভাটার কার্যক্রম। এর মধ্যে তিন হাজার ২০০ ইটভাটাই অবৈধ। এসব ভাটায় ইট নির্মাণে বিপুল পরিমাণ ফসলি জমি ও পাহাড়ের মাটি কাটা হচ্ছে। পাশাপাশি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি বছর নিধন করা হচ্ছে অসংখ্য গাছপালা। এ ছাড়া ইট পোড়াতে নিম্নমানের কয়লা ব্যবহার করায় সৃষ্টি হচ্ছে মারাত্মক বায়ুদূষণ। শুধু তা-ই নয়, কোনো কোনো স্থানে নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলাকায় গড়ে উঠেছে এসব ভাটা। যা একটি উন্নয়নশীল দেশ হিসেবে কোনোভাবেই কাম্য নয়। সরকারের উচিত এসব অবৈধ ইটভাটা নির্মাণে কঠোর আইন প্রয়োগ করা।
আবুল হোসাইন, শিক্ষার্থী

 


আরো সংবাদ



premium cement