২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সড়ক ও ব্রিজ পুনঃনির্মাণ করুন

-

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পশ্চিম গুড়িয়া একটি জনবহুল গ্রাম। এই গ্রামের জনসাধারণের ৯০ ভাগ কৃষি পেশায় জড়িত। গ্রামটির পূর্ব পাশ দিয়ে আদবাড়িয়া খাল দক্ষিণ দিকে কলসকাঠি বাজার হয়ে তুলাতলি নদীতে গিয়ে পড়েছে। পশ্চিম গুড়িয়াবাসীদের কৃষিজমি সবই এ খালের পূর্ব পাড়ে অবস্থিত। চাষাবাদের জন্য ট্রাক্টর, পাওয়ারটিলার, গরু ইত্যাদি খালের পূর্ব পাড়ে আনানেয়া করতে হয়। এ জন্য ইসমাইল সিকদারের বাড়ির সামনে একটি ব্রিজ রয়েছে। সাশ্রয়ী মূল্যে নির্মিত স্টিল অ্যাংগেলের ওপর স্থাপিত ব্রিজটি ১৫ বছরের পুরনো। এ ব্রিজের ওপর দিয়ে পাওয়ার টিলার, গবাদিপশু পারাপার দুরূহ। এটির পূর্ব প্রান্তে খালপাড়ে উত্তর দিকে বিদ্যমান রাস্তাটি খুবই পুরনো হওয়ায় দেড় শত গজ দূরে হীরাধর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। ব্রিজ থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিদ্যমান পুরনো সংযোগ সড়কটিসহ ব্রিজটি নতুন করে নির্মাণ করা দরকার। এমতাবস্থায়, এলাকাবাসীর শিক্ষা ও কৃষি উন্নয়নের স্বার্থে ব্রিজটির স্থলে নতুন একটি শক্ত মজবুত ব্রিজ নির্মাণ এবং ব্রিজের পূর্ব প্রান্ত থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক পুনঃনির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রনি সিকদার, পশ্চিম গুড়িয়া, বাকেরগঞ্জ, বরিশাল


আরো সংবাদ



premium cement