২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মানবিক হোন

-

লাফিয়ে বাড়ছে বাড়িভাড়া। বাড়ির মালিকরা যখন ইচ্ছা, তখনই বাড়িভাড়া বাড়াচ্ছেন। এর সাথে পাল্লøা দিয়ে গ্যাস-বিদ্যুতের দামও বেড়েই চলেছে। করোনার কারণে অনেক মানুষের কাজ নেই। এ অবস্থায় ভাড়া পরিশোধ করা নিয়ে মহাবিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা। এক দিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্য দিকে অর্থের অভাব। এ যেন সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। করোনার এ মহামারীর সময়ে বেশির ভাগ ভাড়াটিয়ার কোনো রোজগার নেই; অনেককে ত্রাণের জন্য হাত পাততে হচ্ছে। এ অবস্থায় বাড়িভাড়া পরিশোধ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। অনেক বাড়িওয়ালা ভাড়ার জন্য ভাড়াটিয়াদের ওপর অমানবিক চাপ প্রয়োগ করছেন। এরই মধ্যে বাড়িভাড়া নিয়ে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়াকে বিনা নোটিশে বের করে দেয়া হয়েছে; উপরন্তু মারধরের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
আল-আমিন আহমেদ, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ


আরো সংবাদ



premium cement