২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শিক্ষার আলো চাই

-

সবুজাভ প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাতটি গ্রাম শিক্ষার আলোহীন। এসব গ্রামে প্রায় সাড়ে সাত হাজার লোকের বাস। প্রায় সব মানুষই কৃষিনির্ভর। এই সাতটি গ্রামে নেই কোনো উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাদরাসা। তাই প্রাথমিক শিক্ষা শেষ করে লেখাপড়া করাতে হলে যেতে হয় দূরের কোনো স্কুলে এবং স্কুল দূরে হওয়ায় প্রতিদিনের যাতায়াত খরচ এবং খেয়া নৌকায় নদী পাড়ি দিয়ে যাওয়া আসার ভয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রীর অভিভাবক তাদের শিক্ষাজীবনের ইতি ঘটাচ্ছেন। আর লেখাপড়া ছেড়ে বেকার হয়ে পড়ায় গ্রামগুলোর অনেক কিশোরকে বৈধ ও অবৈধপন্থায় যেতে হচ্ছে দূর প্রবাসে, আর অল্প বয়সেই অনেক কিশোরী হচ্ছে কারো ঘরের বধূ। গ্রামগুলোর অনেক প্রতাপশালী পরিবার সন্তানদের লেখাপড়ার জন্য শহরে বাস করছে, কিন্তু গ্রামে শিক্ষার আলোর কথা ভাবছে না। বাংলাদেশ যখন আধুনিক যুগের দিকে এগিয়ে যাচ্ছে, অন্য যেকোনো সময়ের থেকে শিক্ষার হার যখন উন্নত, তখন এই গ্রামগুলো অন্ধকারে নিমজ্জিত। তাই এই গ্রামগুলোর সব শ্রেণীর মানুষের দাবি জাহিদপুরে একটা উচ্চ বিদ্যালয় হলে সবাই একটা আলোর মিনার পাবে। মুরব্বিরা বলছেন, প্রয়োজনে তারা জমির ব্যবস্থা করে দেবেন। তাই সরকার এবং সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করছি।
রাশেদ বিন শফিক
শিক্ষার্থী, রাজনগর, মৌলভীবাজার


আরো সংবাদ



premium cement