২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নদীভাঙন থেকে বাঁচান

-

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত চরতি ইউনিয়নের একটি গ্রাম তুলাতলী। মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সম্পদে পরিপূর্ণ এই গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। এ নদীর তীরে রয়েছে বিস্তীর্ণ আবাদি জমি, যে জমিতে চাষাবাদ করে জীবন নির্বাহ করে অসংখ্য দরিদ্র কৃষক।
গ্রামের কিছু অসাধু নেতা ড্রেজারে করে এই নদী থেকে বালি তুলে বিক্রি করে অবৈধভাবে উপার্জন করছেন হাজার হাজার টাকা। ব্যবসায়ীরা মূলত নেতাদের সহযোগিতায় এই কাজগুলো করছেন। বিনিময়ে ড্রেজার-প্রতি নেতারা পান এক হাজার টাকা। কিন্তু এতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই গ্রামের কৃষকরা। নদী থেকে বালি উত্তোলন করার ফলে নদী হয়ে যাচ্ছে অত্যন্ত খরস্রোতা। এতে ভাঙন বৃদ্ধি পাচ্ছে। আবার যে পারে চর জগছে সেই চর থেকেও বালি তুলে ফেলার কারণে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে দুর্দশায় পড়ছে কৃষক সমাজ। এতে কৃষকরা ক্ষুব্ধ হয়ে বালি তোলায় বাধা দিলে জড়িত নেতা এবং অসাধু ব্যবসায়ীরা প্রকাশ্যে গুলি ছুড়ে কৃষকদের মনে ভীতি সঞ্চার করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করেন। তবুও কৃষকদের সাহায্যে এগিয়ে আসছে না কেউ। ওরা সবাই ক্ষমতাসীন স্থানীয় দলের সাথে সম্পৃক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতকানিয়া, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement