২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

করোনা ও মাস্ক

-

দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। করোনা মহামারীর আগে আমরা একরকম জীবনযাপন করতাম; কিন্তু বর্তমানে মহামারী পরিস্থিতির কারণে দৃষ্টিভঙ্গি কিছু পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। না হয় এই রোগ সংক্রমিত হবে। দেশে ৭০ শতাংশ সচেতন লোক স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করেন। কিন্তু পরিতাপের বিষয়, অনেক যুবক মাস্ক পরে না এবং স্বাস্থ্যবিধি মানতে চায় না। তারা ব্যক্তিগত সুরক্ষা মানতে চায় না। দল বেঁধে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়। এ ছাড়াও কিছু অসচেতন লোক মাস্ক পরে না। তাদের মধ্যে আছে রিকশাচালক, সিএনজিচালক, বাস ড্রাইভার ও হেলপার, মাছ বিক্রেতা, কাঁচাবাজারগুলোর বিক্রেতা, হোটেল বয় এবং দোকানদার। কর্তৃপক্ষ চেষ্টা করেও তাদের আইন মানাতে পারছে না। এ দিকে, ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর অনেকে করোনায় মারা যাচ্ছেন। পত্রিকায় প্রকাশ, রোমানিয়ার প্রধানমন্ত্রী সরকারি ভবনে ধূমপান করা, মাস্ক না পরা এবং সামাজিক দূরত্ব না মানায় তাকে পাঁচ শত ডলার জরিমানা দিতে হয়েছে। আমাদের দেশের যারা মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানে না তাদের আইনের আওতায় এনে বিধি মানতে বাধ্য করতে না পারলে সবার আত্মত্যাগ বৃথা যাবে। এর জন্য হয়তো জাতিকে চরম মূল্য দিতে হবে।
তাই সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। বুঝতে হবে, সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়।
বাবর, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement