২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাউশির নির্দেশ বাস্তবায়ন

-

এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, পরিশুদ্ধ সুকান্তের অমর বাণী এখন মানছে না অনেকেই। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলো পরিচালনা ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীদের তেমন কোনো সুযোগ দিচ্ছে না বলাই চলে। অথচ মাউশি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে তাদের নানা অনুষ্ঠানে দেখা যায়Ñ শিক্ষকই পরিকল্পনা ও উপস্থাপনার কাজ করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বে ঘাটতি পরিলক্ষিত হয়। ক্রমাগত এমন চিত্র নতুন প্রজন্মকে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে। সৃজনশীল হওয়ার সুযোগ মিলছে না বলেই মনে করে শিক্ষার্থীরা। ফলে সমাজের নানা স্তরে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরেফিরে দু-একজনই উপস্থাপনা কিংবা পরিচালনা করছে। এতে করে ব্যাহত হচ্ছে মেধার বিকাশ, গুণগত বক্তা ও শ্রোতাও তৈরি হচ্ছে না। এতে করে এখন আর বক্তৃতা শোনার মানুষ নেই, ফলে দেখা যাচ্ছে, স্থানীয় পর্যায়ে পাতি নেতারা শিক্ষাপ্রতিষ্ঠানকেই বেছে নিচ্ছে আর উপস্থিত গণনাকারী বক্তারা বিরক্তিকর বক্তব্য পেশ করে শিক্ষার্থীদের তা হজম করতে বাধ্য করছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও এমন অনুষ্ঠান চলছে। এমনকি তাদের ধমক দেয়া হলেও অখাদ্য বক্তৃতা শোনানো হচ্ছে। কোথাও কোথাও মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখে এসব অনুষ্ঠান চলে। কথা হলো, যাদের যে কাজ তা করতে না দেয়া হলে আগামী প্রজন্ম কিভাবে নিজেদের গড়ে তুলবে? একটি অনুষ্ঠান পরিকল্পনা থেকে শুরু করে তার আয়োজন, পরিচালনা ও উপস্থাপনা করার সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের। এতে করে তারা হয়ে উঠবে সেরা ইভেন্ট ম্যানেজার কিংবা সফল আয়োজক অথবা দেশ সেরা উপস্থাপক। আর গ্লোবালাইজেশনের এই সময়ে সুদক্ষ জনসম্পদ একটি রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান। পরিতাপের বিষয় হলো, সরকার তা অনুধাবন করে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-কিশোরীরা। যার বিরূপ প্রভাব পড়ছে যুবসমাজেও। এ বিপর্যয় থেকে প্রজন্মকে রক্ষা করতে তাই দ্রুতই শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশ বাস্তবায়ন জরুরি।
প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর


আরো সংবাদ



premium cement
জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে

সকল