২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মাউশির নির্দেশ বাস্তবায়ন

-

এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, পরিশুদ্ধ সুকান্তের অমর বাণী এখন মানছে না অনেকেই। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলো পরিচালনা ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীদের তেমন কোনো সুযোগ দিচ্ছে না বলাই চলে। অথচ মাউশি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে তাদের নানা অনুষ্ঠানে দেখা যায়Ñ শিক্ষকই পরিকল্পনা ও উপস্থাপনার কাজ করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বে ঘাটতি পরিলক্ষিত হয়। ক্রমাগত এমন চিত্র নতুন প্রজন্মকে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে। সৃজনশীল হওয়ার সুযোগ মিলছে না বলেই মনে করে শিক্ষার্থীরা। ফলে সমাজের নানা স্তরে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরেফিরে দু-একজনই উপস্থাপনা কিংবা পরিচালনা করছে। এতে করে ব্যাহত হচ্ছে মেধার বিকাশ, গুণগত বক্তা ও শ্রোতাও তৈরি হচ্ছে না। এতে করে এখন আর বক্তৃতা শোনার মানুষ নেই, ফলে দেখা যাচ্ছে, স্থানীয় পর্যায়ে পাতি নেতারা শিক্ষাপ্রতিষ্ঠানকেই বেছে নিচ্ছে আর উপস্থিত গণনাকারী বক্তারা বিরক্তিকর বক্তব্য পেশ করে শিক্ষার্থীদের তা হজম করতে বাধ্য করছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও এমন অনুষ্ঠান চলছে। এমনকি তাদের ধমক দেয়া হলেও অখাদ্য বক্তৃতা শোনানো হচ্ছে। কোথাও কোথাও মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখে এসব অনুষ্ঠান চলে। কথা হলো, যাদের যে কাজ তা করতে না দেয়া হলে আগামী প্রজন্ম কিভাবে নিজেদের গড়ে তুলবে? একটি অনুষ্ঠান পরিকল্পনা থেকে শুরু করে তার আয়োজন, পরিচালনা ও উপস্থাপনা করার সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের। এতে করে তারা হয়ে উঠবে সেরা ইভেন্ট ম্যানেজার কিংবা সফল আয়োজক অথবা দেশ সেরা উপস্থাপক। আর গ্লোবালাইজেশনের এই সময়ে সুদক্ষ জনসম্পদ একটি রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান। পরিতাপের বিষয় হলো, সরকার তা অনুধাবন করে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-কিশোরীরা। যার বিরূপ প্রভাব পড়ছে যুবসমাজেও। এ বিপর্যয় থেকে প্রজন্মকে রক্ষা করতে তাই দ্রুতই শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশ বাস্তবায়ন জরুরি।
প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল