২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন

-

সম্প্রতি বাংলাদেশ করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় বিগত দুই মাস ধরে সরকার তার আইনশৃঙ্খলাবাহিনী, সেনাবাহিনী, ডাক্তার, নার্স জনগণকে কোভিড-১৯-এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে; দুস্থদের জন্য ব্যাপক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, ডাক্তার, নার্সদের ব্যাপক পিপিই’র ব্যবস্থা করেছে, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য সেসব কাজ অবশ্যই প্রশংসারযোগ্য। ঠিক একইভাবে সরকারের এসব কাজ পর্যবেক্ষণ করার জন্য জনগণের নজরদারি প্রয়োজন। এ কাজগুলো করে জনগণের প্রতিনিধি হিসেবে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সমাজ সংস্কারকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এই কাজ করা, মতামত প্রকাশ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সমাজের চিন্তাশীল সচেতন নাগরিকদের যদি সুষ্ঠুভাবে কাজ করতে না দেয়া হয় তাহলে সরকারের পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন হবে না। এ জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, লেখকদের মতামত প্রকাশের স্বাধীনতা দরকার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি কিছু সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এতে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
এ দিকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিদেশী রাষ্ট্রদূত এবং সম্পাদক পরিষদ বলছেÑ সবার বাকস্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। আর তা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইনের অসঙ্গতিপূর্ণ কিছু ধারা পরিবর্তনসহ সব ঔপনিবেশিক আইনকানুনের যুগোপযোগী সংস্কার করার দরকার। সাথে সাথে রাজনৈতিক সংস্কৃতির আমূল সংস্কার করা প্রয়োজন। সবার মতামতের প্রতি সবার শ্রদ্ধা করা দরকার।
মো: ইয়ামিন খান. শ্যামলী, ঢাকা।
Yamink318@gmail.com


আরো সংবাদ



premium cement