২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোথায় যাবেন দিনমজুররা?

-

প্রাণঘাতী ভাইরাস করোনার আতঙ্কে দেশে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। সরকারি অফিস আদালতেও ঘোষিত হলো কার্যবিরতি। নিজ নিজ ঘরে অবস্থান করে বাঁচতে হবে নিজেকে, বাঁচাতে হবে সমাজকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে নেই কোনো শঙ্কা। কিন্তু দিন আনে দিন খায় এমন মানুষরা কোথায় যাবেন ভাইরাসের ভয়ে ঘরেই অবস্থান করছেন তারাও। তবে নেই তাদের কাজকর্ম। সে ক্ষেত্রগুলোও সঙ্কুচিত হয়ে যাচ্ছে। তাই মুখে হতাশার ছাপ। এই বুঝি চাল, ডাল শেষ হয়ে গেল। মাঝে মাঝে সন্তানের ক্ষুধার্ত চেহারার কথা কল্পনা করে নিরাশ হওয়ার অবস্থা তাদের। এই আতঙ্কিত পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুররাও যাতে স্ত্রী-সন্তান নিয়ে ভাবনাহীনভাবে নিজেদের ঘরে নিরাপদে অবস্থান করতে পারেন, সে জন্য তাদের সরকারিভাবে সাময়িক আর্থিক সহায়তা প্রদান করার জন্য সুদৃষ্টি কামনা করছি।
দেলোয়ার হোসেন রনি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ


আরো সংবাদ



premium cement