২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিদেশী টিভির নেতিবাচক প্রভাব

-

চিহ্নিত কয়েকটি বিদেশী চ্যানেল মানুষের চরিত্র ও সময় নষ্ট হচ্ছে। ভারতীয় সিরিয়ালে ভালো কিছু শেখার নেই, উল্টো সামাজিক অপরাধ বেড়েই চলেছে। এর প্রভাবে বিশেষ করে পারিবারিক অশান্তি বাড়ছে। নাটকগুলোতে ষড়যন্ত্র, প্রেম, পরকীয়া, নগ্নতা ইত্যাদি প্রধান। ধ্বংস হচ্ছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি। ওদের সিরিয়াল দেখে অসচেতন মানুষগুলো নিজেদের পোশাক, শিল্প সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যকে ভুলে যাচ্ছে। দেশের তৈরি জামা না পরে, পাখি ও কিরণমালার জন্য মরণযন্ত্রণা সইতেও মানুষ দ্বিধা করছে না। ঘরে ঘরে আজ অশান্তি। এর যাতনা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সরকারকে অবশ্যই এসবের মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে।
মো: আল-আমিন মিয়া
বাহুবল, হবিগঞ্জ


আরো সংবাদ



premium cement