২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সর্বনাশা করোনা

-

কয়েক মাস ধরে ‘করোনাভাইরাস’ নামের অদৃশ্য অজানা শত্রুর দাপটে অত্যাধুনিক সুসভ্য মানবজাতি নিজেদেরকে গুটিয়ে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। কিন্তু কেন? মহান আল্লাহ পাক বলেন, ‘স্থল ও জলভাগে মানুষের কৃতকর্মের দরুণ নানা বালা মুসিবত ছড়িয়ে পড়ে, যেন আল্লাহ তাদের (মন্দ) কাজের কিয়দংশের স্বাদ উপভোগ করান, যাতে তারা (তা থেকে) ফিরে আসে’ (সূরা রুম, আয়াত-৪১)। ‘আর যখন আল্লাহ তায়ালা কোনো জাতির ওপর বিপদ নিপতিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তা থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই এবং আল্লাহ ব্যতীত আর কেউ তাদের জন্য সহায় হয় না’ (সূরা রাদ, আয়াত-১১)। নুহ আ:-এর প্লাবন থেকে ইবরাহিম আ:-এর মশা, এর ফাঁকে আরো কত এমন ইতিহাস পবিত্র কুরআনে বিদ্যমান। করোনা মহামারী একদিন থাকবে না। কারণ পরীক্ষা সারা বছর থাকে না। তার প্রমাণ, করোনার উৎসস্থল চীন এখন আস্তে আস্তে উন্নতির পথে। আল্লাহর বাণীÑ ‘আর আমি কোনো জনপদে কোনো নবী (এমনভাবে) প্রেরণ করিনি যে, তথাকার অধিবাসীদিগকে (সতর্ক করার উদ্দেশ্যে) দারিদ্র্য ও পীড়া দিয়ে আক্রান্ত না করিয়েছি, যেন তারা বিনম্র হয়’ (সূরা আরাফ, আয়াত-৯৪)। কয়েক হাজার মৃত্যু এবং লাখ লাখ আক্রান্ত হলেও চীনসহ গোটা বিশ্বের মানুষ কী শিক্ষা নিলো, আর সতর্কই বা কতটুকু? এ সর্বনাশা শত্রু প্রিয় জন্মভূমি বাংলাদেশেও হামলে পড়েছে। সেই সুযোগে কিছু সুবিধাবাদী লোক মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর হামলে পড়েছে। এর লাগাম টানা জরুরি। এ ছাড়া যে কথাটি না বললেই নয়, সরকার সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধার্মিকরা দিনে পাঁচবার শুধু দুই হাত নয়, তা কনুই থেকে পুরো হাত এবং দুই পায়ের গিরা থেকে মাথা মাসেহসহ মুখমণ্ডল ধৌত করে সঠিক পবিত্র ও পরিচ্ছন্নতা নিয়ে দিনে পাঁচবার মোমিনের সর্বশেষ ভরসা বা আশ্রয়স্থল মসজিদে গিয়ে নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি গজব থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়াস পায়। এটা রাসূল সা:-এর অনুসরণীয় আদর্শ। স্বয়ং আল্লাহ পাক তাঁর রাসূল সা:-এর মাধ্যমে এ বিষয়ে বান্দাকে সতর্ক করে দিয়েছেন।
চীনের উহান শহরে প্রথম যে লোকটি করোনায় আক্রান্ত হয়েছিল, সে কার কাছে গিয়ে এ বালাইয়ের বীজ নিয়ে এসেছিল? প্রথম আক্রান্ত ব্যক্তির কাছে সে ‘বীজ’ সরবরাহ করেছে কে? তা ছাড়া বিত্তশালীরা প্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে মজুদ করে দীর্ঘ দিন চলতে পারলেও ‘দিন এনে দিন খাওয়া’দের কী হবে? তাই করোনার ভয় নয়, বরং তুচ্ছ সেই করোনার স্রষ্টা মহাশক্তিধর আল্লাহ তায়ালা প্রকৃত ভয়ের হকদার। তিনি বলেন, ‘আর আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ কঠোর শাস্তিদাতা’ (সূরা হাশর-৭)।
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement