২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিটনেসবিহীন গাড়ি বর্জন করুন

-

একটি দেশের মানসম্মত জীবনযাপন শুধু খাওয়া-দাওয়ার ওপরই নির্ভর করে না। এটা নির্ভর করে দেশের সমগ্র সুযোগ সুবিধার ওপর, যা মানুষের জীবন ও জীবিকা নির্বাহের পথকে সহজ করে। যাতায়াতব্যবস্থা তার মধ্যে অন্যতম। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশের বেশির ভাগ গাড়ির ফিটনেস নেই! ফলে সাধারণ মানুষ ছাড়াও দুর্ঘটনার কবলে পড়ছে শিক্ষার্থীরাও। সাম্প্রতিককালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দুর্ঘটনায় পড়ার ফলে গুরুতর আহত হয়েছেন শিক্ষক এবং অর্ধশতাধিক শিক্ষার্থী। ফিটনেসবিহীন গাড়ির কারণে ঝরে গেছে ঢাকায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীসহ নাম না জানা অনেকের তাজা প্রাণ। তাই দেশের মানুষ এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য ফিটনেসবিহীন গাড়িগুলো মালিক ও চালককে আইনের আওতায় নিয়ে আসতে হবে অবিলম্বে।
আবু সোহান
ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 


আরো সংবাদ



premium cement