২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাতৃভাষার ওপর আগ্রাসন

-

২১ ফেব্র“য়ারি ২০২০ মাতৃভাষা বাংলার দাবিতে গড়ে ওঠা ভাষা আন্দোলনের ৬৮তম বার্ষিকী। ১৯৫২ সালের এই দিনে শাসকদের চাপিয়ে দেয়া রাষ্ট্রভাষার বিরুদ্ধে বাঙালি জাতি রক্ত দিয়ে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিল। এখনো মাতৃভাষা বাংলার ওপর চলছে বিভিন্ন আগ্রাসন। একদিকে চলছে ইংরেজি ভাষার সাথে বাংলার মিশ্রণ; তদুপরি বাংলাকে অবজ্ঞা করে চালানো হচ্ছে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি। বিশেষ করে হিন্দি ভাষার আগ্রাসন যেন আমাদের মাতৃভাষা বাংলাকে একেবারে মুছে ফেলতে চাইছে আমাদের হৃদয় থেকে। হাজার হাজার বছর ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচলসহ ভারতের পূর্বাঞ্চলে নানা জাতি নানা ধর্ম পালন করে, নানা ভাষায় কথা বলে, পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে আসছে। কিন্তু ভারতের শাসকের ভাষা হিন্দি। ভারত ১৯৬৩ সালে আইন পাস করে জোর করে হিন্দিভাষা সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়েছে। আজ সময় এসেছে মাতৃভাষার প্রতি চরম অবজ্ঞাকে রুখে দেয়ার। সময় এসেছে দিল্লির হিন্দি কর্তৃত্ববাদকে রুখে দেয়ার। সেজন্য সব অঞ্চলের মানুষের মধ্যে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্য প্রয়োজন। ভাষার ওপর চলা আগ্রাসন রুখে দিতে পারলে ভাষার মর্যাদা রা পাবে, মাতৃভাষার ওপর অপসংস্কৃতির হামলা বন্ধ হবে।
মোহাম্মদ ইয়ামিন খান
ফরিদপুর


আরো সংবাদ



premium cement