স্থায়ী জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০২৪, ১১:৫৪, আপডেট: ২৩ মে ২০২৪, ১২:৪৩
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
এর আগে গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হচ্ছে তার জামিনের সময়কাল।
জামিন আবেদনের ব্যাপারে ব্যারিস্টার আব্দুল আল মামুন বলেন, আপিল মামলায় বিবাদীর উপস্থিত থাকার বিষয়টি আইনে বাধ্যবাধকতা নেই। প্রতিমাসে মামলার ধার্য তারিখে ড. ইউনূস সাহেবকে উপস্থিত থাকতে হচ্ছে। এতে তিনি বহু আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে পারছেন না। সে কারণে আমরা আজ তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছি।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ছয় মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা