খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ এপ্রিল ২০২৪, ১৭:১১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ভুয়া জন্মদিন পালন ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ২১ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী মো: হাফিজ হারুন অর রশিদ খান মিজান।
২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন।
অন্যদিকে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী জাতীয় পতাকা অবমাননা মামলাটি করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা