২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

ব্যারিস্টার ফজলে নূর তাপস - ছবি : ইউএনবি

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় আদালত অবমাননামূলক বক্তব্য দেয়ার অভিযোগে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৪ ‍জুন) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ মামলা করেন। সরকার সমর্থকদের একতরফা ভোটের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের তলবী সভা থেকে গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমদ বাদল।

গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভায় মেয়র তাপস তার বক্তব্যের এক পর্যায়ে বলেন- ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’।

এই বক্তব্য গত ২৩ মে এক দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তাপসকে উদ্ধৃত করে সেখানে বলা হয়- ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান) আমরা মনে করতাম- ওরে বাবা, কী জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’

গত ২৪ মে মেয়র তাপসের এই বক্তব্য আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। এ সময় তার সাথে বিএনিপন্থী সব শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

তিনি আদালতে বলেন, ‘মেয়র তাপস বলেছেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।’

ব্যারিস্টার আমীর বলেন, ‘আমরা সংক্ষুব্ধ। এই বক্তব্যে সিনিয়র আইনজীবীদের হেয় করা হয়েছে।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ বিষয়ে বলেন, ‘পত্রিকায় আসা সংবাদটি ভালোভাবে পড়ে সিদ্ধান্ত জানানো হবে।’

আইনজীবী শাহ আহমদ বাদল বলেন, ‘আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আমরা তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে ইসরাইল ও সৌদি আরব : নেতানিয়াহু আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভারত এখন ১ নম্বর খাদ্য নিরাপত্তাহীনতার শঙ্কায় দেশ একটি রূপকথার গল্প ও দাম্ভিক মানুষ যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী ‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’ বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার

সকল