২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট আপিল বিভাগেও খারিজ


রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগে খারিজ হয়েছে।

আজ মঙ্গলবার এই আবেদন খারিজ হয়। এর আগে এই প্রজ্ঞাপন নিয়ে হওয়া পৃথক দু’টি রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

গত ১৫ মার্চ বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে রিট দু’টি খারিজ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে।

বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা।


আরো সংবাদ



premium cement